এক নজরে আমার বাড়ি আমার খামার প্রকল্পের কার্যক্রমঃ
*প্রকল্পের মূল উদ্দেশ্য হলো গরীব জনগোষ্ঠীকে স্বাবরম্বী করা।
*উপজেলার সকল ইউনিয়নের সকল ওয়ার্ডে গ্রাম উন্নয়ন সমিতি গঠন করা হয়।
*প্রত্যেক গ্রাম উন্নয়ন সমিতিতে 60 জন করে উপকারভোগী নির্বাচন করা হয়।
*60 জন সদস্যের মধ্যে 40 মহিলা এবং 20 জন পুরুষ থাকে।
*প্রত্যেক সদস্য প্রতি মাসে 200 টাকা করে সঞ্চয় জমা করে।
*সরকারের পক্ষ থেকে সমপরিমান অর্থাৎ 200 টাকা করে সঞ্চয় বোনাস প্রদান করা হয়।
*এইভাবে 2 বছর পর্যন্ত সঞ্চয় বোনাস প্রদান করা হয়।
*এছাড়া্ও ঋণ অনুদনি বাবদ প্রত্যেক সমিতিকে বছরে 1.5 লক্ষ হারে 2 বছরে 3.00 লক্ষ টাকা প্রদান করা হয়।
*এক বছর পর থেকে প্রথম পর্যায়ে 15,000 টাকা করে 8%সেবা মূল্যে ঋণ প্রদান করা হয।
*ধাপে ধাপে ঋণের পরিমান বাড়ানো হয়।
*সকল কার্যক্রম অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস